গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৭১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৭ জন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৮ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ২ টি একনলা বন্দুকের ব্যারেল, ৪০ টি শর্টগানের গুলির খোসা, একটি ডেগার, ৬ টি ফালা, ৪ টি তলোয়ার, একটি ওয়ান শুটার গান, ২ টি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩ টি ককটেল এবং একটি পিস্তল জব্দ করেছে।