বগুড়ার চারমাথা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয় হত্যাসহ তিন মামলার আসামি আব্দুর রহিম (৩২)। তিনি বগুড়া সদরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের উপকন্ঠে চারমাথা এলাকায় অভিযান চালানো হয়৷
আব্দুর রহিমকে আটকের পর জিজ্ঞাসাবাদে অস্ত্র হেফাজতে রাখার তথ্য দেয়। তার তথ্যে নিশিন্দারা চকরপাড়া এলাকার বাড়িতে উপস্থিত হয় ডিবি। নিজেই শয়ন ঘরের খাটের তোষকের নিচ থেকে পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র বের করে দেয়।
একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টাসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন আছে।