পিরোজপুরের কাউখালীতে রবিবার ১৫ই জুন উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪জন মাদক ব্যবসায়ী ও ১জনকে চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মামুন হোসেন (৩৭), একই উপজেলার নৈকাঠী গ্রামে মাহাবুব হাওলাদারের ছেলে সাকিল হোসেন (২৩), কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৪), নেছারাবাদ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবুল সিকদারের ছেলে বিকাশ সিকদার (১৮) এবং চুরির অপরাধে কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আউয়াল মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮)।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, এদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক ও চুরির অপরাধে পৃথক পৃথক মামলা দায়ের করাসহ আদালতে প্রেরণ করা হয়।