প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:৫৩ পিএম (ভিজিটর : ২২৮)
প্রগতিশীল জাতীয়তাবাদী দল -পিএনপি'র সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে অদ্য রবিবার সকালে সুনামগঞ্জ জেলা শাখা উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি'র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আহমদুর রহমান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম শফিক।
প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জাতিকে বারবার রক্ত দিতে হয়েছে। কিন্তু শোষণ নিপীড়ন নির্যাতনের শিখল মুক্ত হতে পারেনি জাতি। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা লাভ করলেও পরাধীনতার শিকল মুক্ত হয়নি জনগণ। আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য জুলুমের শিকল মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাই ৬৪ জেলাতে শক্তিশালী জেলা কমিটি গঠনের উদ্দেশ্যেই রোববার সুনামগঞ্জের জেলা কমিটির মাধ্যমে প্রতিটি জেলা কমিটিকে পূর্ণ গঠনের গঠনের সিদ্ধান্ত নিয়েছে দল।
সভা শেষে মোহাম্মদ বাবুলকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।