ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




লাখাইয়ে ভাদিকারা ৯নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৩৪ পিএম  (ভিজিটর : ৩৪২)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৯নং ওয়ার্ডের গ্রামীন রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই। আজ স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও ৯নং ওয়ার্ডের উওর হাটির জন চলাচলের রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি মর্মে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ৯নং ওয়ার্ডের দক্ষিণ গ্রামে জামে মসজিদ হতে ভাদিকারা পূর্ব সপ্রাবি পর্যন্ত এবং এর সংযোগ রাস্তা উত্তর হাটির রাস্তা হয়ে ভুঁইয়া বাড়ী হতে জফু মিয়া বাড়ী পর্যন্ত এবং ভুইয়া বাড়ী হইতে চিনামোড়া রাস্তা গুলির বেহাল দশা। যান চলাচল তো দূরের কথা মানুষ চলাচল করা খুবই কঠিন। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যান চলাচল ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব বিষয়ে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ কালে তারা বলেন, নির্বাচন আসলে জন প্রতিনিধিরা আমাদের রাস্তাঘাটের  উন্নয়ন করে  দিবে বলে ভোট আদায় করে নির্বাচিত হওয়ার পর তারা আর এসব বিষয়ে দৃষ্টি গোচর না করে আমাদের সাথে প্রতারনা করেই চলেছেন। ভুক্তভোগী হারুনুর রশীদ ও জালু মিয়া সহ অসংখ্য লোক এই প্রতিবেদক কে বলেন আমরা আমাদের নিজ সেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তার কাজ করে আসছি শুধু জন কল্যাণের স্বার্থে। তারা বলেন  রাস্তাঘাটের বেহাল দশা আমাদের বাড়ী থেকে হাতে জুতা নিয়ে বেড় হতে হয়। এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এহতেশামুল হকের সাথে আলাপ কালে তিনি বলেন আগামী অর্থ বছরে বরাদ্দ আসলে ওই ওয়ার্ডের রাস্তা গুলি  অগ্রাধীকারের ভিত্তিতে সমস্যার সমাধান করে দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 
এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভাদিকারা ৯নং ওয়ার্ডের যত সমস্যা আছে তা আগামী অর্থ বছরে তার পূরনের জন্য সার্বিক ভাবে ব্যবস্থা নিব। আমি এতে কোন প্রকার কৃপাণতা করব না। এ সব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন ওয়ার্ডবাসী। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]