প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১:২৪ পিএম (ভিজিটর : ৩৩৬)
ফেনীর সোনাগাজীতে চাঁদা না পেয়ে চক্ষু চিকিৎসকের চেম্বারে হামলা ও ভাংচুর চালিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে একদল উশৃংখল যুবক ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমনের চেম্বারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোনাগাজী মড়েল থানার পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যাক্ষদর্শী সূত্র জানা গেছে, প্রতিদিন বিকেলের মতো নিজ বাড়ীতে রোগী দেখছে ঐ ইউনিয়নের বাসিন্দা গোলাম রসুল সুমন। এসময় ঐ ইউনিয়নের আড়কাইম গ্রামের পাটোয়ারী বাড়ীর ইকবাল, তার সহযোগী নুর হায়দারকে রোগীকে দীর্ঘক্ষন বসিয়ে রাখার অভিযোগ তুলে রোগী দেখা আবস্থায় চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করে। এতে চিকিৎসকের এটেন্ডেন্স রুবেল একটু অপেক্ষা করতে অনুরোধ করলে ইকবাল ও তার সহযোগিরা তর্কবির্তক থেকে এক পর্যায়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে চিকিৎসকের সাথে অশোভন আচরণ করে হুমকি ধমকি প্রদান করে। এবং যুবদল নেতা ইকবাল হোসেনের অনুমতি ছাড়া চেম্বার না খুলতে হুমকি দিয়ে যায়।

এ সময় ঐ বাড়ীর দরজায় জানালা ভাংচুর, সিসিটিভি ক্যামেরা, মনিটর সিলিং ফ্যান ঘরের আসবাবপত্র ভাংচুর ও ঘরে থাকা চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়ম কে মারধর করে শ্লীলতাহানি করে তার মেয়ের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় । এসময় উপস্থিত রোগীরা ভয়ে দিকবিদিক ছুটোছুটি করে। ঘটনার সময় পাশে অবস্থান করা বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাবিব উল্লাহ পারভেজ ঘটনাস্থলে এসে হামলাকারিদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যার্থ হয়। চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমন জানান কোন কিছু বুঝে উঠার আগেই কয়েকজন যুবক তার সাথে অশোভন আচরণ করে। তাকে মারতে উদ্ধত হয়ে চেম্বারে ও বাসার জানালা ভাংচুর চালায়। এর আগে ১ মাস পূর্বে কয়েকজন যুবক ঐ চেম্বারে এসে ভয় ভিতি দেখিয়েছে চাঁদা দাবী করেছে। এ ঘটনায় ও তারা বিভিন্ন ইঙ্গিতে চাঁদা দাবী করে।
জানতে চাইলে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন জানান, চাঁদা দাবীর বিষয়টি সঠিক নয়। খবর পেয়ে সোনাগাজী মড়েল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। হামলার খবর পেয়ে বাংলাদেশ সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। সোনাগাজী মড়েল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।