ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




রাজবাড়ীতে চন্দনা নদীতে ভেসে ওঠে মরদেহ, উদ্ধার করেছে পুলিশ
রাজবাড়ী জেলা সংবাদদাতা :
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ২:২৯ পিএম  (ভিজিটর : ৫২)
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় চন্দনা নদী থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকাল সোয়া ৭টার দিকে কালুখালী উপজেলার চন্দনা নদীর চাঁদপুর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।

নিহত ব্যাক্তির নাম আসলাম প্রামানিক (৪২)। তিনি জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের পিয়ার আলী প্রামানিক ওরফে পেনু প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানায়, আসলাম প্রামানিক একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি একটি নতুন ইজিবাইক কেনেন। এরপর  থেকে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালায়ে যাচ্ছিলেন। মঙ্গলবার (৯জুন) সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর ১২টার দিকে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা হয় তার। সন্ধ্যা গড়িয়ে এলেও তিনি আর বাড়িতে ফিরে আসেনা। এরপর তার মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি ফোনকলটি রিসিভ করেনাকি  না। পরবর্তীতে তাকে বিভিন্ন স্থানে খোজ-খবর করা হয়। রাত ১০টা পর্যন্ত তার মোবাইল ফোনটি সচল ছিল। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে কালুখালীর চাঁদপুর ব্রিজ এলাকায় একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে আসে পরিবারের লোকজন। পরে তারা মরদেহটি আসলামের বলে শনাক্ত করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সকালে চন্দনা নদীতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় পাওয়া গেছে। তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন। তবে ইজিবাইকটি নিখোঁজ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইজিবাইক সন্ধ্যান ও এটি হত্যাকান্ড কি না সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]