প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:১৪ পিএম (ভিজিটর : ৯১)
উত্তরাঞ্চলের আট জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে মানুষ ও প্রানীকুল হাসফাস অবস্থা। গতকাল ১০ জুন আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে তাপমাত্রা পরিমাপে বেলা ৩টায় নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী বিধৌত ডিমলায় রেকর্ড করা হয় ৩৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্র। গত কয়েক দিন ধরে চলছে কাঠফাটা রোদের দাপট। আকাশে মিলছে না মেঘের দেখা। নেই কোন বৃষ্টির সম্ভাবনা। তীব্র গরমে প্রানীকুল হাঁপিয়ে উঠেছে।
তিস্তা বিধৌত ডিমলার ১০টি ইউনিয়ন রয়েছে। তারমধ্যে পুর্বছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন চর বেষ্টিত। ফলে এসব
এলাকায় প্রচন্ড তাপ বয়ে যাচ্ছে। চরের জমিতে হাটতে গেলে বালুতে পা পুড়ে ফসকা উঠছে। এলাকায় জীবনযাত্রা দুর্বিষহ হয়েছে।
পুর্বছাতনাই,ইউনিয়নের নিজাম উদ্দিন, গয়াবাড়ী ইউপির মাহাবুব হোসেন, চাপানীর জিয়াউর রহমান জিয়ার সাথে কথা হলে তারা জানান,এরকম রোদ আর গরম জীবনে দেখি নাই।