প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:১২ পিএম (ভিজিটর : ১৫০)
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশাল গ্রামীন ও কুটির শিল্প মেলা। প্রতিদিন হাজারো মানুষের আসা- যাওয়ায় চাঞ্চল্য ফিরে পেয়েছে মেলা প্রাঙ্গন।
ঈদুল আযহার ছুটিকে কেন্দ্র করে বরিশাল সেনানিবাস সংলগ্ন পায়রা সেতুর উত্তর পাশে আয়োজিত দেড় মাস ব্যাপী বরিশাল গ্রামীন ও কুটির শিল্প মেলায় উপচে পরা ভীর।
বরিশাল জেলা শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণে এবং পটুয়াখালী শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে দুই জেলার সীমান্ত বর্তী চরে এ মেলাটি দুটি জেলার মানুষের মাঝে এক ধরনের সম্পর্কের সেতুবন্ধন রচিত করেছে।
অত্র অঞ্চলে বিনোদনের কোন মাধ্যম না থাকায় এই মেলাটি এখন আবাল বৃদ্ধা সবার কাছে বেশ আলোচনায় এসেছে। সর্বপরি বিনোদন এবং কেনাকাটার জন্য এই মেলাটি এখন এক অনন্য গন্তব্য হয়ে উঠেছ।
মেলায় শিশু কিশোরদের জন্য নানা মাধ্যমের রাইড সহ রয়েছে হাউজি, নাগরদোলা, ট্রেন, সার্কাস, উম্মুক্ত মঞ্চে দেশের খ্যাতিমান শিল্পী দের দ্বারা আকর্ষণীয় নৃত্য, ও গান পরিবেশন।
মেলায় রয়েছে কসমেটিক, শাড়ী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, কুটির শিল্প সহ বিভিন্ন পন্যের দোকানের পসরা।
যেখান থেকে মেলায় আগত দর্শনার্থীরা তাদের পছন্দসই জিনিস পত্র কেনাকাটা করতে পারবে।
এছাড়াও মেলায় প্রতিদিন বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে লটারি ড্র। যেখানে ২০ টাকার টিকিটের বিনিময়ে ভাগ্যবান ব্যক্তিরা পাচ্ছেন নামীদামী ব্রান্ডের আকর্ষণীয় পুরস্কার।
মেলা আয়োজক কমিটির একজন সদস্য জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য স্হানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা ব্যাপক ব্যাবস্হা নেওয়া হয়েছে।