প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১২:১৮ পিএম (ভিজিটর : ৩৫)
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ চেয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকীর দেওয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, চিঠি পেয়েছি। এটা একটা লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হোক।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন, তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় মিউচ্যুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে সেখানে টিউলিপ সিদ্দিকী ছিলেন না।
তিনি আরো বলেন, সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজেকশন বা রিফর্ম কমিশনগুলো কী কী করা হচ্ছে। রিফর্ম কমিশনের বাইরে.. কবে জুলাই চার্টার হবে, রোহিঙ্গা ইস্যু সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ১০ মাসে আমাদের কী কী অর্জন করেছি সেগুলো নিয়ে আলাপ হয়ছে।
প্রেস সচিব দাবি করেন, এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল।