প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:৫৩ এএম (ভিজিটর : ১১৪)
পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা,মেয়ে ও লিচু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল ৭ টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৪৫) ও দেড় বছরের মেয়ে পূর্ণতা এবং লিচু ব্যবসায়ী ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য পরিবার নিয়ে শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফেরার পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পিছন থেকে আসা কার্ভাড ভ্যান মটরসাইকেলে থাকা মফিজুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং লিচু ব্যবসায়ীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে চারজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মুশফিকুর রহমান। তিনি জানান, কার্ভাড ভ্যানটি ও মটরসাইকেল পুলিশ হেবাজতে আছে। এ ছাড়া মরদেহ গুলোর আইনগত সকল কার্যক্রম শেষে দুই পরিবারের নিকট হস্তান্তর করা হবে।