প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:১৩ পিএম (ভিজিটর : ১০৩)
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ হতে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছেতে শুরু করেছেন হজ করতে যাওয়া মুসল্লিরা। সবার মুখে মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি মুখরিত হচ্ছে।
সৌদিআরবে এই প্রথমবার হজযাত্রীদের সেবা দিচ্ছেন নারীরা।তবে এবার পবিত্র হজকে কেন্দ্র করে একটি নতুন যুগের সূচনা করছে সৌদি আরব। প্রথমবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দেশটির নারী নিরাপত্তা রক্ষা বাহিনী ।
সৌদির নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দিকনির্দেশনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হজযাত্রীদের সেবায় এক নতুন মাত্রা যোগ করেছে হজ কর্তৃপক্ষ।
পবিত্র মসজিদে নববীর ভেতর ও আশপাশে নারী নিরাপত্তাকর্মীরা কৌশলগতভাবে ভিড় নিয়ন্ত্রণ, চেকপয়েন্ট তত্ত্বাবধান এবং নির্ধারিত প্রার্থনাস্থলে সুষ্ঠুভাবে প্রবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। এতে তাদের পেশাদারিত্ব ও কর্ম দক্ষতা প্রতিফলিত হচ্ছে নারী সদস্যদের।
ধর্মীয় ও পর্যটন দিকনির্দেশনায় শরিয়াহ ও ভাষায় দক্ষ নারী বিশেষজ্ঞরা তাদের সঠিকভাবে গাইড করছেন। এর ফলে তাদের হজ পালন সহজতর হচ্ছে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছে।
চলতি বছর হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ হজযাত্রী। হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিটস্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা ।
উল্লেখ্য, ভিশন ২০৩০-এর আওতায় সৌদি আরবে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ। নারী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য সহকারীদের দল হজযাত্রীদের ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করছেন। তারা প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।