ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৯ নভেম্বর ২০২৫ ২৫ কার্তিক ১৪৩২
ই-পেপার রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




১২ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম  (ভিজিটর : ৬০২)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১২ দিনের ছুটি পাচ্ছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২ জুন) সাত কলেজের অধ্যক্ষের দেওয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ০৩/০৬/২৫ থেকে ১৪/০৬/২৫ তারিখ পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যাতীত কলেজ অফিস ও বিভাগীয় অফিসসমূহের কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার (০৩ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত এই ছুটি চলবে বলে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে ঈদের ছুটি, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১২ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ছুটির সময় নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কলেজ প্রশাসন। এরই মধ্যে সাতটি কলেজই পৃথকভাবে ছুটির নোটিশ প্রকাশ করেছে। কলেজ প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে আগামী ১৫ জুন (রোববার) থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। 

এদিকে ছুটির কারণে শিক্ষার্থীরা ইতোমধ্যেই ঘরে ফেরার প্রস্তুতি নিয়েছেন। কেউ যাচ্ছেন পরিবারের কাছে, কেউ বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করছেন ঈদ উদযাপনের। ছুটি শেষে আগামী ১৫ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের মানসিকভাবে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, রাজধানীর সরকারি সাত কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

প্রসঙ্গত, ঈদের ছুটি যেন শুধু একটি আনন্দ নয়, বরং শিক্ষার্থীদের জন্য এক নির্ভার নিঃশ্বাস ফেলার মুহূর্ত, যা পরবর্তী দিনগুলোয় নতুন উদ্যমে পথচলার প্রেরণা জোগাবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com