গতকাল শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউটের দুই দিনব্যাপী নজরুল নাট্যোৎসবের। উৎসবের প্রথম দিন ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় এবং গোলাম সারোয়ারের নির্দেশিত নাটক 'আলেয়া' ।
গতকাল উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হয় 'জেনেসিস থিয়েটারে'র নিয়মিত প্রযোজনা জাতীয় কবির কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর রচিত মঞ্চ নাটক 'দামাল ছেলে নজরুল'। নাটকটি রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানা। নাটকটির কেন্দ্রীয় 'নজরুল' চরিত্রে অভিনয় করেছেন ইমন খান।
তার দুরন্ত অভিনয় উপস্থিত নজরুল গবেষক ও নজরুল প্রেমী দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে । নাটক শেষে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী এবং 'নজরুল ইন্সটিটিউটে'র বর্তমান নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুবসহ অন্যান্যরা ভূয়সি প্রশংসা করেন নজরুল চরিত্রে অভিনয় করা ইমন খানের। যিনি ইতিমধ্যে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সুনাম অর্জন করেছেন।
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই উপস্থাপক ও অভিনেতার মিডিয়ায় পথচলা শুরু ২০০৪ সালে নাটকের দল “বাংলাদেশ থিয়েটারে”। ঐ দলে তার উল্লেখযোগ্য নাটক পল্লী কবি জসীমউদ্দীনের লেখা ‘নকশী কাঁথার মাঠ’, অভিনেতা আবদুল আজিজের নব নাট্যরূপায়ন ও নির্দেশনায় নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’ এবং দলের নিয়মিত প্রযোজনা আসাদুল্লাহ ফারাজী রচিত, হুমায়ুন কবীর হিমু ও খন্দকার শাহ্ আলমের নির্দেশনায় হাসির নাটক ‘সী-মোরগ’ (তিনশোর অধিক মঞ্চায়ন)।
বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি ‘জেনেসিস থিয়েটার’ এ ২০০৭ সাল থেকে নিয়মিত কাজ করে চলেছেন ইমন খান। তিনি বলেন, 'প্রায় দুই যুগ ধরে মঞ্চে তার অভিনীত অসংখ্য নাটকের মধ্যে অন্যতম অর্জন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম নিয়ে দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক “দামাল ছেলে নজরুল” নাটকের নজরুল চরিত্রে অভিনয়'।
নাটকটি নিয়ে এই অভিনেতা আরো বলেন, 'গত ২৫ শে মে নজরুলের জন্মবার্ষিকীতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের আমন্ত্রণে সেখানে নাটকটির ৩০ তম মঞ্চায়ন করি।
অতঃপর গতকাল 'নজরুল ইনস্টিটিউটে’ নজরুল নাট্যোৎসবের সমাপনী দিনে আমাদের ‘দামাল ছেলে নজরুল’ নাটকটির সফল মঞ্চায়ন সম্পন্ন হয়। দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানা এবং দলের অন্যান্যদের কাছে আমি কৃতজ্ঞ তারা ‘দামাল ছেলে নজরুল’ নাটকের নজরুল চরিত্রের জন্য অডিশনের মাধ্যমে আমাকে মনোনীত করেছিল বলে।
গত প্রায় দেড় যুগে নানা রকম সীমাবদ্ধতা সত্ত্বেও এই নাটকটির ৩১ তম মঞ্চায়ন সম্পন্ন হলো, যা সত্যিই অনেক আনন্দের। আর এই আনন্দের অংশীদার আমি ছাড়াও দলের নিয়মিত সদস্য শক্তিমান অভিনেতা নূর হোসেন রানা, নিথর মাহবুব, আলেয়া আলো, জেনেলিয়া, ফারাহ ফেন্সী, স্বপন দত্ত, ফারজানা রনি, আফরোজা, মনজুর হোসাইন, তিতলী, মঈন বিশ্বাস, ইকবাল খান, ইয়াসফা, মাহবুব জামান, মোক্তার হোসেন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, নারায়ন চন্দ্র, আমির, মিলন, রিমি, মৌমিতাসহ সবাই' ।