বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রাণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে এবার আরও গৌরবময় হয়ে উঠেছে তাঁর গেজেটভুক্তির মধ্য দিয়ে। সরকারিভাবে 'জাতীয় কবি' হিসেবে তাঁর স্বীকৃতি গেজেট আকারে প্রকাশিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে বইছে আনন্দের ঢেউ। প্রায় ৩০ বছর ধরে নজরুলকে নিয়ে নিয়মিত কাজ করে যাওয়া 'জেনেসিস থিয়েটারে'র ব্যস্ততাও এবার অন্যান্য বারের চেয়ে বেশি।
১২৬ তম জন্মদিন উপলক্ষে একাধিক স্থানে তারা থাকছে নজরুলকে নিয়ে আলোচনা সভায়, নৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন , কবিতা আবৃত্তি এবং কবির জীবনী নিয়ে নাটক প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও নির্দেশক নূর হোসেন রানা বলেন, "কবির কর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরই নিজ উদ্যোগে শিল্পকলা কিংবা অন্য কোনো স্থানে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে এবার গ্যাজেটভুক্ত হওয়ায় আমাদেরকে সরকারিভাবে জাতীয় প্রোগ্রাম গুলোতে বিভিন্ন জায়গা থেকে ডাকছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের"।
দলের সাবেক সাধারণ সম্পাদক ইমন খান বলেন, "প্রথমবারের মতো এবার আমাদেরকে "নজরুল ইনস্টিটিউট", "বাংলা একাডেমি", কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি"', "মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী" থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তৃপ্তির অনুভূতি বলে বোঝানো কঠিন"।
দলের বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন বলেন, আমরা বেশ কিছু জায়গা থেকে আমাদের দলের জনপ্রিয় নাটক "দামাল ছেলে নজরুল" নাটকটি করার আমন্ত্রণ পেলেও একই তারিখে একাধিক যায়গায় করা সম্ভব হয়নি। তবে ২৫ শে মে কবির জন্মদিনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় মানিকগঞ্জের ডিসি মহোদয়ের আমন্ত্রণে কবির শশুর বাড়ি "তেওতা জমিদার বাড়িতে" সন্ধ্যায় "দামাল ছেলে নজরুল" নাটকটির ৩০ তম মঞ্চায়ন হয়। এছাড়া ঐদিন "বাংলা একাডেমি"তে আমাদের গীতি-নাট্য "দেখবো এবার জগৎটাকে" উপস্থাপনসহ "'বাংলাদেশ টেলিভিশন" চিটাগাং কেন্দ্রে এই নামেই সকাল ১১ টায় প্রচারিত হয় আমাদের তৈরি ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও আগামী জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় কবি ভবন খ্যাত ধানমন্ডি 'নজরুল ইনস্টিটিউটে" আমাদের দামাল ছেলে নজরুল নাটকটির ৩১ তম মঞ্চায়ন হবে।
উল্লেখ্য "দামাল ছেলে নজরুল" নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও আলেয়া আলো, রূপসজ্জায় সুবল আলতাফ এবংর সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।
নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান এবং কমরেড মোজাফফর চরিত্রে নিথর মাহবুব ছাড়াও অভিনয় করেছেন নির্দেশক নূর হোসেন রানা, আলেয়া আলো, জেনেলিয়া, ফারাহ ফেন্সী, আফরোজা রনি, স্বপন দত্ত, আফরোজা, মনজুর হোসাইন, তিথি, মঈন বিশ্বাস, ইকবাল খান, আকতার হোসেন, মাহবুব জামান, মোক্তার হোসেন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, নারায়ন চন্দ্র, আমির প্রমুখ।