গবেষক সফিকুল হাসান সোহেলের দুটি বই বইমেলায় প্রকাশিত হয়েছে। গবেষণাগ্রন্থ দুটি হলো ‘বাউল ক্বারী আমীর উদ্দিন খালি আমার দেহ পিঞ্জিরা’ ও ‘সুফি ফকির ইয়াছিন শাহ জীবন ও সংগীত’।
১.
একজন বাউল সাধক পৃথিবীর কিছু পাবার প্রত্যাশায় সাধনা করেন না বরং স্রষ্টার ধ্যানে মহাত্মার মিলনের স্বপ্নে বিভোর হয়ে গীতের প্রণয় টানে মরমি সাধনায় ব্রত হয়ে থাকেন। গেয়ে থাকেন। তারা সাধারণতঃ প্রচার বিমুখ হন। কে তাদের মূল্যায়ন করল আর কে বিরুদ্ধাচরণ করল তা ভাবার সময় ভাবুক বাউলের নেই। ছয় রিপুর ভেদ ভেঙেই তারা ঐ পর্যায়ে এসেছেন।
আমাদের আরশিনগরের পড়শি বাড়ি জন্ম নেয়া গুণীজনদের খবর আমরা রাখি না। লালন, হাসন, রাধারমণ, শাহ আব্দুল করিম, ক্বারী আমীর উদ্দিন পৃথিবীতে একবারই জন্ম নেন, একবারই আসেন। বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তীদের একজন ক্বারী আমীর উদ্দিন, তার গানই তাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে তাতে সন্দেহ নেই।
ভাবুক পাঠক ও চিন্তাশীল শ্রোতাদের কাছে তার গানের চাহিদা ও গুরুত্ব অপরিসীম-আত্মার ধ্যানে মহাত্মার মিলনে সাধনাময় জীবনে সৃষ্ট সমৃদ্ধ গানের ভান্ডার মরমি চিন্তাজগতে ও বাংলাদর্শন পরিমন্ডলে এক অনন্য নতুন মাত্রা যোগ করেছে।
‘আমীরী সংগীত’ অন্যরকম এক আসন তৈরি করেছে সংগীত অঙ্গনে। আপাতদৃষ্টিতে তার গান চিত্তবিনোদনের খোরাক জোগালেও এসব গানের মর্মকথা স্বতন্ত্র দর্শন হিসেবে বিভিন্ন পরিসরে ছড়িয়ে পড়েছে। অনেকটা সময় দেরি হয়ে গেছে এই জীবন্ত কিংবদন্তীকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করার।
জীবিত থাকতেই যদি মূল্যায়ন করা না যায় তবে মরণের পরে সম্মান জানিয়ে লাভ কি!! সময় থাকতে যা করার করতে হবে। এই বাউলকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ২০২৪ এর অমর একুশে বইমেলায় ‘ বাউল ক্বারী আমীর উদ্দিন খালি আমার দেহ পিঞ্জিরা’ প্রকাশিত হয়েছে। বইয়ে এছাড়া
#মরমিবাদ ও ক্বারী আমীর উদ্দিন
#ক্বারী আমীর উদ্দিনের বাউলের জীবন
#বাঙালি সংস্কৃতির আরেক নাম মালজোড়া গান
#ক্বারী আমীর উদ্দিন ও সিলেটের আঞ্চলিক গান
#মাজারকেন্দ্রীক জালালী গান ও আমীরী সংগীত
# ক্বারী আমীর উদ্দিন রচিত আমিরী সংগীত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।।
ভাবসাধকদের কাছে সমাদৃত হলে গবেষক ও প্রকাশকের পরিশ্রম সার্থক হবে।
বাউল ক্বারী আমীর উদ্দিন
খালি আমার দেহ পিঞ্জিরা
লেখক : সফিকুল হাসান সোহেল
প্রকাশক : কাব্যকথা
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
প্রচ্ছদ : সজীব ওয়ার্সী
মূল্য : ৪০০ টাকা
২.
আয়না কে বানাইলরে এমন সুন্দর নমুনায়
যার মাঝেতে আল্লা নবী চাইলে দেখা যায়।
সুফি ফকির ইয়াছিন শাহ (মাওলানা ইয়াছিন শাহ)
সুফি ফকির ইয়াছিন শাহ সারা জীবন সাধন, ভজনে, গান, গজলে, ধ্যানে ও জ্ঞানে মানব প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছেন। প্রেমসাধনায় তিনি কখনও শ্রেণি সংগ্রামী, কখনও মানবতাবাদী আর কখনও আধ্যাত্মবাদী। তবে এই মানবতাবাদ জাগতিক অধুনা উত্তর আধুনিক যন্ত্র সভ্যতার মানবতাবাদ নয়। স্রষ্টার প্রতি অবিচল আস্থা, নিবেদন ও সৃষ্টির নিবিড় সম্পর্কের কথাই ভাবের মাধ্যমে প্রকাশ করেছেন। আত্মার উন্নতি হলে মানুষ অজেয় হয়, অমর হয়। ইয়াছিন শাহের সংগীত মানব সত্যের কাছেই সমর্পিত।
তার অসংখ্য গান চিত্তে আন্দোলিত করে। জাগরণ ঘটায়। আধ্যাত্মিক সাধনা ও আত্মার উন্নতির দ্বারাই মানুষ ক্ষুদ্রত্ব অতিক্রম করে স্রষ্টার নিকটবর্তী হয় এবং বিরাট শক্তির অধিকারী হয় এটিই মরমিবাদ। সুফি ফকির ইয়াছিন শাহ আমাদের সকল পিছুটান হীনমন্যতা বোধের বিরুদ্ধে এক প্রতিবাদি কন্ঠস্বর। অষ্টাদশ শতকের শেষপাদে জন্ম নেয়া এই সাধকের জীবনকালের সময়সীমার ভেতর শিক্ষা, সংসার ও ভাবসংগীত রচনায় আত্মমগ্ন থাকেন।
এছাড়া অতীন্দ্রিয় সত্ত্বা. মানবাত্মা তথা দেহতত্তের ভেদ সম্পর্কে রচনা করেন অসংখ্য গান। বাংলার ভাবচর্চার স্বরূপ বুঝতে এই অমূল্য গ্রন্থ পাঠে সহায়ক হবে। আশাকরি এ বইটি পড়ে নিরাশ হবেন না। বাংলাদেশ ও ভারতে ওনার অনেক শিষ্য আছে। এই সুফিকে আবারও নতুন করে নতুন প্রজন্মের কাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ২০২৪ এর অমর একুশে বইমেলায় সুফি ফকির ইয়াছিন শাহ জীবন ও সংগীত ’ প্রকাশিত হয়েছে।
বইয়ে শুরুতে রয়েছে সুফি নিয়ে মূল্যবান আলোচনা। এছাড়া রয়েছে
#সুফি ফকির ইয়াছিন শাহ
#ইয়াছিননামার আলোকে সুফি ইয়াছিন পরিচিত
#সিলেটের মরমি সাধনা
#সিলেটের পত্তন ও মরমি সাহিত্যে
#ইয়াছিন শাহে’র নির্বাচিত গান নিয়ে আলোচনা করা হয়েছে।
মোটের উপর সুফিবাদ ও মরমিবাদ সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা। বাংলাদেশ ও ভারতে প্রায় ভুলে যাওয়া একসময়ে খুব জনপ্রিয় সুফি সাধক ইয়াছিন শাহ সম্পর্কে জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইটি।
সুফি ফকির ইয়াছিন শাহ
জীবন ও সংগীত
লেখক : সফিকুল হাসান সোহেল
প্রকাশক : কাব্যকথা
পৃষ্ঠা সংখ্যা : ২২৪
প্রচ্ছদ : সজীব ওয়ার্সী
মূল্য : ৬০০ টাকা