ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ধর্মপাশার কালীজানা সেতুটি পুননির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ১৫৯)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের  কালীজানা  সেতুটি পুননির্মাণ ও  গাবী কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক পর্যন্ত দুই কিলো ১০০মিটার সড়ক  সংস্কার ও মেরামতের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কালীজানা সেতুটির পশ্চিমপাশের সড়কে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার। উপজেলার গাবী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সঞ্চালনে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ জিয়াউল হক, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, সহকারী শিক্ষক আহসান তালুকদার, সামিউল নিক্সন, মশিউর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাসিম, কাকিয়াম গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমান, মীর্জাপুর  গ্রামের বাসিন্দা আব্দুস সালাম,শরিশ্যম গ্রামের বাসিন্দা ওয়াসিম প্রমুখ।বক্তারা বলেন,কালীজানা সেতুটির এক পাশ হেলে যাওয়ায় ও সেতুটির রেলিং না থাকায় ১৫,বছর ধরে সেতুটির ওপর দিয়ে জন ও যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গাবী গ্রামের কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছন পর্যন্ত  দুই কিলো ১০০মিটার সড়ক নির্মাণের পর থেকে সংস্কার ও মেরামত না করায় গত ২০বছর ধরে সড়কটির অবস্থা খুবই নাজুক।দ্রুত সেতুটি পুননির্মাণ ও সড়কটি সংস্কার এবং মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন  বলেন, এই সেতুটি পুননির্মাণ, সড়কটি সংস্কার ও মেরামত কাজের জন্য এলজিইডির ফ্লাড ২০২২প্রকল্পের ডিপিপভূক্ত হয়েছে।আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শুরু হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]