মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:৪৩ পিএম (ভিজিটর : ১৭০)
হবিগঞ্জের মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয় পাল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে চেকপোস্ট বসিয়ে আট কেজি গাঁজাসহ নয়ন মন্ডল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেন। সে গাজীপুর জেলার কালীয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের প্রদীপ মন্ডল এর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।