প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:৩১ পিএম (ভিজিটর : ১০৪)
ময়মনসিংহের হালুয়াঘাটে ৫৮৬ পিস ইয়াবা সহ, ভারতীয় সিম কার্ড, এটিএম কার্ড ১টি,১ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা সহ বাঘাইতলা ভাড়ালিয়া গ্রামের জবেন সাংমা এর ছেলে তুর্জয় রিছিল কে আটক করেছে ৩৯ বিজিবি ব্যাটালিয়ন, তেলিখালী বিজিবির অভিজানে থাকে আটক করেছে বলে জানা যায়, সীমান্ত এলাকা, বাংলাদেশের অভ্যন্তরে রঙ্গনপাড়া এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের বিক্তিতে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী,বিওপি’র জুয়ানরা শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সীমান্তের, রঙ্গনপাড়া এলাকা থেকে ৫৮৬ পিস ভারতীয় ইয়াবা সহ তুর্জয় রিছিলকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত তুর্জয় রিছিলকে আইনগত প্রক্রিয়ার জন্য, হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়।