ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




হবিগঞ্জে চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন ২ যাত্রীকে!
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:২৮ পিএম  (ভিজিটর : ২৫৩)
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে চলতি বাস থেকে অচেতন অবস্থায় ২ যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন গম ব্যবসায়ী ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮) খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের টুকু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে পৌঁছে ধীরগতিতে চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেয়।

পরে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা কথা বলতে পারছিলেন না।

আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। 

তিনি বলেন, বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন। 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুই ব্যক্তির জ্ঞান ফিরেনি। ধারণা করছি খাদ্যের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে। 

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এক ব্যক্তি মোবাইল ফোনে এ ঘটনা থানায় জানিয়েছেন। পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]