মহেশখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৩:৫০ পিএম (ভিজিটর : ৮৯)
মহেশখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার (ওসি) মঞ্জরুল হক। ২৩ই মে দিবাগত রাতে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে জবাই করার হুমকি দেওয়া মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহমুদুর রহমান, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।