প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১:১৬ পিএম (ভিজিটর : ১১৩)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হয়েছে। একনেকের সভা শেষে বৈঠক থেকে সকল সচিবরা একে একে বের হয়ে যেতে দেখা গেছে। তারপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন কথা চাউর হওয়ার পর দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়েই এই আলোচনা।
আগেই জানানো হয়েছিল আজকের একনেক বৈঠকের পর কোনো সংবাদ সম্মেলন হবে না।
এছাড়া নিয়মিত সভার শেষে সমসাময়িক বিষয়ে উপদেষ্টাদের নিয়ে আলোচনা করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমনটা ধারণা করা হচ্ছিল।