ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




অনুমতি ছাড়া মিলবে না কর্মকর্তাদের সাক্ষাৎ
পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশ সীমিত করল প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিউ ইয়র্ক থেকে কৌশলী ইমা
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:১৩ পিএম  (ভিজিটর : ৭৩)
শুক্রবার (১৭ মে) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) সাংবাদিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে ভবনের নির্দিষ্ট কিছু এলাকায় আনুষ্ঠানিক অনুমতি বা দাপ্তরিক সহচর ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও তথ্য সংগ্রহের সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেল।
পেন্টাগনের নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন শুধুমাত্র ভবনের নির্দিষ্ট কিছু করিডোরে ঘোরাফেরা করতে পারবেন, যা মূলত প্রবেশদ্বার ও খাবার court-এর আশপাশে সীমাবদ্ধ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট স্টাফের অফিস স্পেসগুলোতে প্রবেশ করতে হলে এখন থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অনুমতি ও দাপ্তরিক সহচর থাকা বাধ্যতামূলক। সাংবাদিকদের পেন্টাগন অ্যাথলেটিক সেন্টার (ভবনের জিম) এ প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
স্মারকলিপিতে হেগসেথ লিখেছেন, 'যদিও প্রতিরক্ষা বিভাগ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবুও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য রক্ষা করা আমাদের দায়িত্ব—যেগুলোর অননুমোদিত প্রকাশ মার্কিন সেনাসদস্যদের জীবনের জন্য হুমকি হতে পারে।'
তিনি আরও বলেন, 'সরাসরি সাক্ষাতে অনিচ্ছাকৃত বা অননুমোদিত তথ্য ফাঁসের ঝুঁকি কমাতেই এই নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'
প্রেসের প্রবেশ নিয়ন্ত্রণে হেগসেথের অধীনে পেন্টাগন একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো—অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই এমন আটটি সংবাদমাধ্যমকে তাদের নির্ধারিত কাজের স্থান থেকে উচ্ছেদ করা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস, এনপিআর ও পলিটিকো-কে তাদের ডেস্ক ছেড়ে দিতে বলা হয়, এবং সেগুলোতে জায়গা করে দেওয়া হয় ট্রাম্প-ঘনিষ্ঠ ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট নিউজ এবং হাফপোস্টকে।
এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পেন্টাগন আরও চারটি সংবাদমাধ্যম—সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল ও ওয়ার জোন—কেও তাদের ডেস্ক ছাড়তে বলে। তাদের জায়গায় স্থান পায় নিউজম্যাক্স, ওয়াশিংটন এক্সামিনার, ডেইলি কলার এবং দ্য ফ্রি প্রেস।
পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে।
এর কয়েক সপ্তাহ পর, ২১ ফেব্রুয়ারি, পেন্টাগন ঘোষণা দেয়—কোনো প্রেস ব্রিফিং না থাকলে সাংবাদিকরা আর প্রেস ব্রিফিং রুমে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদের জন্য এ কক্ষটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ এখানে কাজ করার জন্য ওয়াই-ফাই সুবিধা ছিল।
সাংবাদিকরা সাধারণত পেন্টাগন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের মতো ভবনে কাজের সুবিধার জন্য জায়গা রাখেন, যাতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দাখিল করতে পারেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পেন্টাগনের রিপোর্টারদের এখন একটি নতুন জাতীয় নিরাপত্তা ব্রিফিং ফর্ম পূরণ করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের নতুন ধরনের পরিচয়পত্রও ইস্যু করা হবে, যাতে 'প্রেস' চিহ্ন আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]