ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চট্টগ্রামে মোট ভোটার প্রায় সাড়ে ৬৮ লাখ, এবার বাঁশখালীতে বেড়েছে ২২ হাজার
চট্টগ্রাম ব্যুরো:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:১৭ পিএম  (ভিজিটর : ১০৭)
হালনাগাদের পর চট্টগ্রাম জেলায় মোট ভোটার ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৬৮ লাখ। নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৩ জন। এর মধ্যে বাঁশখালীতে ভোটার বেড়েছে ২২ হাজার ৮২২ জন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার নতুন ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৩ জনের  মধ্যে এর মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৭৭ হাজার ৬৭০ জন। হালনাগাদ তালিকা থেকে মৃত্যুর কারণে বাদ পড়েছেন ৯৩ হাজার ৮৩৭ জন। চট্টগ্রাম জেলায় স্থানান্তরের কারণে নতুনভাবে তালিকাভুক্ত হয়েছেন ২৪ হাজার ৭৯৯ জন।

এদিকে বাঁশখালী ছাড়া উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন এবং রাঙ্গুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন। ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন, সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন, মীরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন, পটিয়ায় ১৭ হাজার ১৬ জন, হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন, সীতাকুন্ডে ১৬ হাজার ৬২ জন, লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন, রাউজানে ১৩ হাজার ৯৮৯ জন, স›দ্বীপে ১৩ হাজার ৭৯৬ জন, চন্দনাইশে ১২ হাজার ৮০৫ জন, বোয়ালখালীতে ১২ হাজার ১৭ জন এবং কর্ণফুলীতে ৭ হাজার ২৪৭ জন।
জানা গেছে, শহরের মধ্যে সর্বাধিক ১২ হাজার ৯১৪ জন নিবন্ধন করেছেন ডবলমুরিং এলাকায়। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে কোতোয়ালিতে ৫ হাজার ৪০০ জন।  

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, হালনাগাদে নতুন করে তিন লাখের বেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে যারা ১৮ বছরের নিচে তারা ভোট দানে যোগ্য হবে না। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা ২০২৬ সালের নির্বাচনে ভোটদানের যোগ্য হবেন।  

এর আগে ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদের আওতায় গত ২০ জানুয়ারি সারা দেশের মতো চট্টগ্রামেও তথ্য সংগ্রহ শুরু হয়। জন্মতারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হলে নিবন্ধনের সুযোগ ছিল। ৫ ফেব্রæয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলেছে বায়োমেট্রিক সংগ্রহ।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]