প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৫৩ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৫:৫৪ পিএম (ভিজিটর : ৩২৯)
নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা সাজাদুল হক মন্ডল ওরফে সাজাদ (৬৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজাদুল হক মন্ডল সাজাদ উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের মৃত জাছের আলী মন্ডলের ছেলে। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি।
থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গত বুধবার রাতে থানা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামীলীগ নেতা সাজাদুল হক মন্ডল সাজাদকে গ্রেফতার করা হয়। তিনি সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। এছাড়া তিনি ভ’মি দখল, পুকুর দখলসহ একাধিক অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন। সাজাদ উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ওসি।