ফেনীতে পরিবেশের জন্য ক্ষতিকর সরকারি নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার জাহাঙ্গীর হোসাইন ও মাহবুবা ফারাজ হাবিব খান এ রায় প্রদান করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আজ দুপুরে ফেনী শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।
এ সময় ফরিদ রেক্সিন হাউজ, থেকে ১৪০কেজি অবৈধ পলিথিন জব্দ ও মালিক ইব্রাহিমকে ৪০হাজার টাকা জরিমানা, ইসলাম প্লাস্টিক হাউস থেকে ২৮কেজি পলিথিন জব্দ মালিক কাননকে ৫ হাজার টাকা জরিমানা, মন্টু ভৌমিক বেনামি দোকান থেকে ৫কেজি পলিথিন জব্দ ১হাজার টাকা জরিমানা, মেসার্স খাদ্য বিতান থেকে ২কেজি পলিথিন জব্দ মালিক খোরশেদ আলমকে ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, ব্যাটেলিয়ান আনসার সদস্য বৃন্দ সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ব্যাপি পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।