হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজার থেকে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ২২ মে রাত ২ টায় অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় অন্য আরেকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মৃত ইনু মিয়ার পুত্র মোঃ রুবেল (২৮)। পলাতক মাদক ব্যবসায়ী হল, মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র পারভেজ মিয়া (৩৫)।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।