ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নওগাঁর মান্দায় লিজকৃত বিলে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন
মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:২৯ পিএম  (ভিজিটর : ১৫৭)
নওগাঁ মান্দা উপজেলার লিজকৃত আন্দাসুরা বিলের জমিতে অবৈধভাবে  পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয় এলাকাবাসীরা । বুধবার  (২১ মে ) বিকাল ৫ টার দিকে স্থানীয় এলাকাবাসী ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। 

বক্তারা বলেন, নওগাঁ মান্দা উপজেলার ভারশোঁ  ইউনিয়নের চাকদহ (চৌয়াপুর) দুর্গাপুর ও খাগড়াসহ অন্তত ১০টি গ্রামের মৎস্যজীবীরা আন্দাসুরা বিলে মাছ ধরে  জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। ইজারা নীতিমালা  ভঙ্গ করে  চাঁপাইনবাবগঞ্জ জেলার  ইজারাদার ফিরোজ তার ম্যানেজার ভূমিদস্য রিংকু আন্দাসুরা বিল লিজ নিয়ে  পুকুর খননের মহোৎসব চালাচ্ছে । 

সম্প্রতি ওই বিলের ১০ একর  (৪০বিঘা) জমি দখল করে সেখানে ছোট-বড়  পুকুর খনন করেছেন ফিরোজ তার ম্যানেজার রিংকু  নামের দুই ব্যক্তি। এর ফলে বিলের মাছ চাষে ব্যাপক বাধাগ্রস্ত হবে এবং কয়েকটি গ্রামের মৎস্যজীবীরা আগামীতে আর মাছ শিকার করতে পারবেন না এমনটা তারা জানান। তারা আরও জানান পুকুর খননের  কারণে ওই বিলের কয়েকশ বিঘা জমির মাছ ধরা বা শিকার করা ব্যাহত হবে।

মানববন্ধনে ভারশোঁ  ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মান্দা উপজেলার যুব দলের সাবেক সভাপতি সিদ্দিক হোসেন, সহসভাপতি আলাউদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহ আলম মিয় বলেন, বিলের জমির শ্রেণি পরিবর্তন না করে কিংবা কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়া যেখাইে পুকুর খননের খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। 

উল্লেখ্য মৎস্যজীবী  ও এলাকাবাসীর দাবি আন্দাসুরা বিলে অবৈধ পুকুর খনন বন্ধ করতে হবে না হলে কঠোর ব্যবস্থা নেওয়া  হবে ইজারাদার ফিরোজ ও ভূমিদস্য রিংকুর বিরুদ্ধে  কঠর হুশিয়ারী দেন তারা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]