ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




জাতীয় নির্বাচন আয়োজন : দিন দিন বিএনপির শঙ্কা যেন বাড়ছেই
সোহাগ রাসিফ :
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:০৬ পিএম  (ভিজিটর : ১২১)
দলগুলোর মধ্যে বিভাজন ও স্থানীয় নির্বাচন ইস্যুকে জাতীয় নির্বাচন পেছানোর কৌশল হিসেবে দেখছে দলটি
বছরের শুরু থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানালেও তার সুস্পষ্ট চিত্র এখনো দেখা যায়নি। 

সরকার ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা দিলেও এতে ধোয়াঁশাই দেখছে বিএনপি। সংস্কারে কচ্ছপগতি এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ইস্যু, সরকারের সুরে জামায়াত-এনসিপি, নানা ইস্যুতে একের পর এক আন্দোলন, দলগুলোর মধ্যে বিভাজন -এসবকে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপনের কৌশল হিসেবে দেখছে বিএনপি। যার কারনে দিন দিন জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে শঙ্কা বাড়ছে দলটির।

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা ও দলগুলোর পারস্পরিক বিরোধকে কেন্দ্র করে দেশের রাজনীতি ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে। দেশের বর্তমান সক্রিয় দলগুলো একসাথে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটালেও এখন  নানা স্বার্থে নবীন প্রবীণ দলগুলোর সম্পর্কে ধরেছে ফাটল, বেড়েছে মতানৈক্য। 

বিশেষ করে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কথার লড়াই চলছে। একে অন্যকে আক্রমণাত্মক ভাষায় কথা বলায় দু দলের সম্পর্ক ক্রমেই তিক্ততার দিকে যাচ্ছে। দলগুলোর মধ্যকার দ্বন্দকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মেরুকরণ তৈরি হয়েছে। গতকাল বুধবার নির্বাচন কমিশন পূর্নগঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা। 

জামায়াত ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি করছে। কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছে না। 

তাদের দাবি- আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পেছনে সরকারের সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার একদিকে নিজেদের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। 

অন্যদিকে জাতীয় নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার ক্ষেত্র তৈরি করতে চায়। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় জানিয়ে বিএনপির একাধিক নেতা জানায়, স্থানীয় নির্বাচনে দেশে সবচেয়ে বেশি সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের এই পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা নেই। 

এছাড়াও বিএনপি মনে করে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ আওয়ামী লীগের জন্য একটি কার্যকর রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে।

এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে দেশকে সংস্কার করতে চায়। একই সুরে জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব বেশি দিচ্ছে। তারা বলেছে শুধু নির্বাচনের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও সংস্কার শেষে নির্বাচন হবে। 

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাড় করানেকে নেতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তারা মনে করছে, নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রæত শেষ করেই জাতীয় নির্বাচন আয়োজন করা দরকার। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন হয়েছে। তারা আমাদের সাথে একাধিক সভাও করেছে। যতটুকু সংস্কার করবে,  আমরা তা ঐক্যমতের ভিত্তিতে করতে বলছি। কিন্তু সরকার কি কি সংস্কার করবে, কত দিনের মধ্যে করবে, এসব কিছুই জনগনের সামনে পরিষ্কার করেনি। জাতীয় নির্বাচন কবে হবে, সেই দিনক্ষণও নির্দিষ্ট করেনি।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অনেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে। এটা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য। আমরা সবাই জানি, স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের বেশি সময় লাগবে। এসব বলার মানে, জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা।

তিনি বলেন, সংস্কার আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অনেক রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে নানা কায়দায় গণতান্ত্রিক প্রক্রিয়ার অভিযাত্রাকে বিলম্বিত করতে চায়।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]