দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম,বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হলেও ভূমিকম্প মোকাবেলায় আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামুলকভাবে দুর্বল। তিনি বলেন, ভূমিকম্প এমন এক দুর্যোগ যা, কোন পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরণের দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই।
তিনি আজ ঢাকায় বিয়াম মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে 'Strengthening Multi - Hazard Preparedness: Focus on Earthquake and Urban Resilience' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভূমিকম্পসহ যে কোন দুর্যোগে মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। তিনি বলেন, ।নিয়মিত মহড়া ও জনগণের সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে আমাদের আরো জোর দিতে হবে।
উপদেষ্টা বলেন, জনসংখ্যার অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যার চাপ , ভৌগলিক অবস্থান ও বাস্তবতা ইত্যাদি বিবেচনায় যে কোন ধরণের দুর্যোগ মোকাবেলায় জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ঝুঁকিহ্রাসের সাথে জড়িত সকল সংস্থাকে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্ৰহন করতে হবে। ভূমিকম্প মোকাবেলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোডের যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজাউনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যোর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশস্থ ইউএনডিপির আবাসিক প্রতিনিধি Ms Sonali Dayaratne বক্তৃতা করেন। ' শহরভিক্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পের প্রস্তুতি' এর উপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. রাকিবুল আহসান।