ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কবি নজরুল কলেজ সংবাদদাতা:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ২:২৬ পিএম  (ভিজিটর : ৩১৬)
যুক্তি দিয়ে গড়ি মুক্ত বুদ্ধির পথ এই স্লোগানে কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের (কেএনজিসি ডিসি)-এর আয়োজনে তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) কলেজ অডিটরিয়ামে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে কয়েক ধাপের বিতর্ক পর্ব এবং সেমিফাইনাল শেষে ফাইনাল পর্বে গণিত বিভাগ এবং প্রাণিবিদ্যা বিভাগ মুখোমুখি হয়ে বিজয়ী হয় প্রাণিবিদ্যা বিভাগ।

এশিয়ান সংসদীয় বিতর্ক সেগমেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে কবি নজরুল সরকারি কলেজের ১৯টি বিভাগ থেকে মোট ২৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও উপাধ্যক্ষ হায়দার মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনীসহ কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, গবেষণা দক্ষতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। 
এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নেতৃত্ব দিতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিতার্কিক ও বিজয়ী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করছে লাইক টেলিকম এবং ক্রিয়েটিভ আইটি জোন। এছাড়াও, কলেজের গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সহযোগিতা করেছেন।

এ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগিতা করেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস), অভিযাত্রা ডট কম এবং দ্য নিউজ এম্পায়ার।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]