ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৩:৫১ পিএম  (ভিজিটর : ৪৩৬)

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ "ডিবেট ফর ডেমোক্রেসি" ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৭ মে) এটিএন বাংলা কর্তৃক  আয়োজিত 'ডিবেট ফর ডেমোক্রেসি' ছায়া সংসদে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইএমএফ-এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি’। যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পেছনে ফেলে সেরা হয় দলটি।

প্রতিযোগিতায় বিরোধী দলীয় নেতার ভূমিকায় ছিলেন আশিকা জান্নাত এবং উপনেতা হিসেবে ছিলেন ফাহিমুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে যুক্ত ছিলেন সাবরিনা সুলতানা, আওলাদ জিসান ও মো. শাহরিয়ার আজিম। পুরো দলটি আলোচ্য বিষয়ে গভীর বিশ্লেষণ ও কার্যকর যুক্তি তুলে ধরে বিচারক ও দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।

বিতর্কের শুরু থেকেই শহীদ সোহরাওয়ার্দী কলেজের দল দৃঢ় আত্মবিশ্বাস ও সাংগঠনিক ঐক্য প্রদর্শন করে। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আইএমএফ-এর ঋণনীতি, বাংলাদেশের আর্থিক বাস্তবতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সম্পর্ক নিয়ে তারা বাস্তবধর্মী ও সাহসী বক্তব্য উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিজয়ে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাঁদের ভবিষ্যতের পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায় বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়—তারা সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক প্রসঙ্গ নিয়েও গভীরভাবে চিন্তা করে।"

উল্লেখ্য, সরকরি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এই সাফল্য পুরান ঢাকার শিক্ষা-ঐতিহ্যে যুক্ত করল আরেকটি গৌরবময় অধ্যায়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]