প্রতিদিনই দেশে সৃষ্টি হচ্ছে নানা ইস্যু। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিকমাধ্যম সব জায়গায় নতুন নতুন ইস্যুতে হচ্ছে আলোচনা-সমালোচনা। রাখাইনে মানবিক করিডোর, ভারত-পাকিস্তান সংঘাত, জোর করে বাংলাদেশে ভারতের পুশইন, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রদল নেতা সাম্য হত্যা, সর্বশেষ গত দুই দিন ধরে ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র কাকরাইল সড়কের ওপর অবস্থান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন।
এসব নিয়ে চলছে আলোচনা। তবে সব ছাড়িয়ে বুধবার রাতে তথ্য উপদেষ্টার মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পানির বোতল নিক্ষেপের ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব নিত্য-নতুন আলোচনার মধ্যে অনেকটা আড়ালে চলে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা।
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করার কথা বারবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বিএনপিসহ তাদের মিত্র দলগুলোর দাবি ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। অপরদিকে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য রাজনৈতিকগুলোর প্রত্যাশা, সংস্কার করেই নির্বাচন হোক। তাড়াহুড়া করে নির্বাচনে পরিবর্তে মৌলিক সংস্কার করে আগামী রোজার ঈদের আগে নির্বাচনের কথা বলছেন তারা।
এ নিয়ে প্রায় প্রতিদিনই দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা নিজ নিজ দলের অবস্থান অনুযায়ী বক্তব্য দিচ্ছেন। তবে চলতি মাসের শুরু থেকেই দেশের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় নেই জাতীয় নির্বাচন। এমনকি পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জের হাটবাজারের আড্ডায় আলোচনার প্রধান বিষয়বস্তু নির্বাচন ছাড়িয়ে জায়গা করে নিচ্ছে নিত্য-নতুন ইস্যু। রাজনৈতিক দলগুলোর নেতারাও নির্বাচন ইস্যুর চেয়ে অন্যান্য ইস্যুতে কথা বলছেন বেশি।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে হঠাৎ করেই জোরালোভাবে আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শাহবাগের প্রধান সড়কে টানা দুই দিনের আন্দোলনের ফলে সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এই আন্দোলনে এনসিপির পাশাপাশি জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও হেফাজতের কর্মীদের বেশি সক্রিয় দেখা গেছে। তবে বিএনপি এই আন্দোলনে সক্রিয় না থাকলেও বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
আওয়ামী লীগ নিয়ে আলোচনা থামতেই ফের আলোচনা আসে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় জাতীয় সংগীত গাইতে বাধা দেয়া ও কয়েকটি স্লোগান নিয়ে। দেশের ছোট বড় প্রায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল এই আলোচনায় যুক্ত হয়। গত বুধবার বিকেলেও বগুড়ায় উদীচী জাতীয় সংগীত পরিবেশনকালে একদল মানুষ এতে বাধা দেয়।
এর মধ্যেই মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শুরু হয় এই হত্যাকান্ড নিয়ে আলোচনা। হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ভিসির পদত্যাগ দাবি করে। বুধবার ঢাকাসহ সারাদেশে সাম্য হত্যার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
এর মধ্যেই বুধবার থেকে কাকরাইলের মোড় বন্ধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শুরু করে তিন দফার আন্দোলন। এতে দুই দিন ধরে কার্যত বন্ধ রয়েছে যমুনা অভিমুখী কাকরাইল সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। তবে আন্দোলনে চেয়ে সারাদেশে আলেচনায় আসে বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের পানির বোতল নিক্ষেপের ঘটনা। এ ঘটনাটি দেশে-বিদেশে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অন্যদিকে ঢাকাবাসীর ব্যানারে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতেও দু’দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে এখন নগরবাসীর মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেয়ার বিষয়েও রাজনৈতিক নেতারা কথা বলছেন।