ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বদলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৩৭ পিএম  (ভিজিটর : ৩৩২)
যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে পুনরায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরুর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানের সফরের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। এর মাঝেই শুরু হলো ভারত-পাকিস্তান যুদ্ধ। তাতে শঙ্কার মুখে পড়ে যায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে বাতিল হয়নি। এরই মধ্যে সিরিজের সংশোধিত সুচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। প্রতিবেশী দুই দেশের অস্ত্রবিরতির পর আগামী শনিবার শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নতুন সূচিতে ২৫ মে হবে পিএসএল ফাইনাল।

নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি :
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

পাকিস্তানের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ ঢাকা ছাড়বেন লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ মে হবে দুই ম্যাচ। এরপর ২১ মে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]