আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ এবং দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তার সমর্থকরা।
বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে কয়েক হাজার ইশরাক সমর্থক এই কর্মসূচি পালন করেন। যা দুপুর ২টা পর্যন্ত চলে।
এসময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।
তিনি বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে।
আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও অর্ন্তবতী সরকারের কয়েকজন ব্যক্তির কারণে জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলো। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায় অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন ডিএসসিসির বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনও শপথ করানো হয়নি, সেই ব্যাখ্যা চাচ্ছেন তারা।
২০২০ সালের ১ ফেব্রæয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন।
এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায় পাঠায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত না আসায় ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।