ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ পৌর বাসস্ট্যান্ডে বিকাল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। মাথায় হেলমেট না থাকার অপরাধে ছয় জন মোটরসাইকেল চালককে ১২০০০ টাকা জরিমানা করেন।
এ সময় সরকারি কমিশনার (ভূমি) বলেন আলিয়াবাদ শিবপুর রাধিকা সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল চালক ও সাধারণ যাত্রীরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করানো হচ্ছে আলিয়াবাদ শিবপুর রাধিকা সড়কে হেলমেট ব্যতীত মোটরসাইকেল না চালানোর জন্য। এখন থেকে নিয়মিত আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার।