হারিয়ে যাওয়ায় ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিন পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় এপ্রিল মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ উপলক্ষে আরএমপির সদর দপ্তরে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৩১টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। আরও ৪৩টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।
এসব ফোন শুধু রাজশাহী মহানগরী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি-নির্ভর কার্যক্রম নাগরিকদের হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে, যা পুলিশের জনসেবামূলক মনোভাবের প্রতিফলন। এমনকি কয়েক বছর আগের হারানো ফোনও উদ্ধার করা হয়েছে। এটি আরএমপির একটি উল্লেখযোগ্য সাফল্য।
তিনি আরও বলেন, হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের সামাজিক মাধ্যমে একটি সচেতনমূলক বার্তা দেওয়ার আহ্বান জানান, যাতে অন্যরাও সচেতন হন এবং অপরাধীরা সতর্ক বার্তা পায়। মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই জনবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।
যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।