ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৫:৩৪ পিএম  (ভিজিটর : ৯১)
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোর ফ্যাশন এর কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে উপজেলার কাঠালী এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানায়, রোর ফ্যাশন নামে কারখানায় তার প্রায় ১৫০০ শ্রমিক কর্মরত ছিলেন। গত মার্চ মাসে শ্রমিকদের সাথে কথা বলে এবং জানুয়ারি, ফেব্রæয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতনসহ গত ঈদ বোনাস ও অন্যান্য দাবির বিষয়টি চলতি মাসের ১১ তারিখ পরিশোধ করা হবে। কিন্তু তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় তারা প্রথমে মহাসড়কের পাশে মানববন্ধন ও পরে মহাসড়কে নেমে আসেন এবং বিক্ষোভ করেন।

শ্রমিকরা আরো জানায়, এর আগে বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করায় গত ৯ ডিসেম্বর তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া এবং ঈদ বোনাসসহ অন্যান্য দাবিপূরণ না করেই কারখানটি লেঅফ ঘোষণা করায় সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। 

এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ও শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে মহাসড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, গত মার্চ মাসে কারখানাটি লেঅফ ঘোষণা করা হয়। পরে শ্রমকিদের এক মাসের বেতনও পরিশোধও করা হয়েছিল। অন্য বকেয়া বেতন ও ঈদ বেনাসের জন্য তারা মহাসড়ক অবরোধ করেন। ময়মনসিংহ কলকারখানা অফিসের সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মহাসড়ক ছেড়ে দেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]