দীর্ঘদিনের চাপা উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দুই পরাশক্তি দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার ফলস্বরূপ এই সিদ্ধান্ত গতকাল শনিবার বিকেলে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল এবং উভয় দেশের সাধারণ মানুষ। পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ঘোষণা দেয়। প্রতিবেশী দুই দেশের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তির পর এমন ঘোষণা এশিয়ার আঞ্চলিক শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আন্তার্জাতিক মহলগুলো।
এদিকে শুভবুদ্ধির উদয়ের পর দুপক্ষ এমন সিদ্ধান্তে আসায় দেশ দুটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। এক্স হ্যান্ডেলে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। তিনি আরও বলে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা!
পাকিস্তান ও ভারতের আনুষ্ঠানিক ঘোষণা : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সর্বপ্রথম গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেন। এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি আরও স্পষ্ট করেন, নিজের সার্বভৌমত্ব ও ভূখন্ড আর অখন্ডতা বজায় রেখে পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করছে! এর কিছুক্ষণ পরই জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের ঘোষণার পরপরই এদিন বিকেলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়। বিক্রম মিশ্রি আরও জানান, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম আজ ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে। তিনি জানান, এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সামরিক অভিযানের মহাপরিচালকরা পুনরায় আগামী ১২ মে দুপুর ১২টায় (ভারতীয় সময়) পারস্পরিক আলোচনার জন্য বসবেন। ইসহাক দার এই যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রসহ প্রায় তিন ডজন দেশের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান সর্বদা আঞ্চলিক শান্তির পক্ষে, তবে তা কোনোভাবেই সার্বভৌমত্বের বিনিময়ে নয়।
যুক্তরাষ্ট্রের জোরালো মধ্যস্থতা : এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের জোরালো কূটনৈতিক প্রচেষ্টা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম এই বিষয়ে ঘোষণা দেন। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিস্তারিত জানান যে, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। মার্কো রুবিও শান্তির পথে এগোনোর জন্য প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শরিফের প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কসুলভ সিদ্ধান্তের প্রশংসা করেন। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, ওয়াশিংটন এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে কতটা সক্রিয় ভূমিকা পালন করেছে।
আকাশসীমা উন্মুক্ত করল পাকিস্তান : যুদ্ধবিরতি চুক্তির পরপরই পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে। গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘাতের কারণে আকাশপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক বিমান চলাচল এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বস্তি আসবে বলে আশা করা যাচ্ছে।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল। তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান। দার বলেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে তবে তা সার্বভৌমত্বের বিনিময়ে নয়। এর আগে তিনি সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। ভারতের পক্ষ থেকেও বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
কাশ্মীরে স্বস্তির নিঃশ্বাস : ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও উত্তেজনায় সেখানকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। শ্রীনগরের ২৫ বছর বয়সী রুমাইসা জান বলেন, আমি খুব উৎকণ্ঠায় ছিলাম। এত মানুষের প্রাণ যাওয়ার পর এটা সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। আমরা শান্তি চাই, সব শত্রুতা শেষ হোক। একটি ভ্রমণ সংস্থার মালিক ফিরদৌস আহমদ শেখ বলেন, কাশ্মীরকে দুই দেশের জন্য যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে এটা সত্যিই হতাশাজনক। আমার একমাত্র আশঙ্কা, ভবিষ্যতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। দুই দেশকে একসঙ্গে বসে কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান খুঁজতে হবে একবারের জন্য হলেও। আমি চাই না আমাদের সন্তানরা এই দৃশ্য দেখতে দেখতেই বড় হোক। এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। কাশ্মীরের মানুষের এই প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী শান্তির প্রত্যাশারই প্রতিফলন।