ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মতলব মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ পিএম  (ভিজিটর : ৪৬)
চাঁদপুরের মতলব উত্তরে যাত্রাপালা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. মেহেদী হাসান বাবু (২২) এক যুবক নিহত হয়েছে। মো. আলমগীর হোসেন (৩৫) নামে একজন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক। নিহত মেহেদী হাসান বাবু উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আহত আলমগীর হোসেন ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি গ্রামেরর মো. আব্দুল হান্নান সরকারের ছেলে। 

জানা যায়, মতলব উত্তর উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন শিল্পকলা একাডেমিতে কাজল রেখা নামে একটি যাত্রাপালা মঞ্চস্থ করা হয়েছে। সেই যাত্রাপালা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে বারোটার সময় মতলব উত্তর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. মেহেদী হাসান বাবু এবং মো. আলমগীর হোসেন। সেখান থেকে তাদেরকে মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম’সহ স্থানীয় লোকজন উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা থাকায় ঢাকায় রেফার করলে পথিমধ্যেই মো. মেহেদী হাসান বাবু মৃত্যুবরণ করেন। 

মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, তীব্র গতিতে মোটরসাইকেল কারনে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক জখম হয়। খবর পেয়ে আমি এবং আমার টিম তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তাদের অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]