ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সুবর্ণচরে বিষপানের ৫ দিন পর শিক্ষার্থীর মৃত্যু
সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:২১ পিএম  (ভিজিটর : ১৮০)
নোয়াখালীর সুবর্ণচরে বিষপান করার ৫ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিলয় কুরী(২৪) নামে অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

গত ১১ এপ্রিল ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের চরবাটা খাসের হাট এলাকায় জয় মার্কেট নামক স্থানে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিলয় চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের স্বপন কুরীর ছেলে। সে সৈকত সরকারি কলেজ এর অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। 

মৃত নিলয়ের পারিবারিক সূত্রে জানা যায়, নিলয় পড়াশোনার পাশাপাশি একটি স্বর্ণের দোকানে কর্মরত ছিল। সে প্রায় নিরিবিলি ও শান্ত স্বভাবের ছিল। কিছু দিন ধরে নিলয় মানসিক ভাবে একটু বিধ্বস্ত ছিল। ব্যবসার সুবাদে নিলয় কিছু ধার দেনা করে সময় মতো পরিশোধ করতে না পারায় মূলত সে ভেঙে পড়েছিল। মানসিক অবসাদ থেকে সে বিষপান করে বলে পারবারিক সুত্র নিশ্চিত করে। গত ৫ দিন পূর্বে নিলয় বিষপান করলে তার পরিবারের লোকজন প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় নিয়ে যায়। ৫দিন মৃত্যুর সাথে লড়াই করে ১৬ এপ্রিল ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিলয়। তার এ মৃত্যুতে তার সহপাঠী ও গ্রামে লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহীন মিয়া জানান, বিষপান করার পর ৫দিন ঢাকায়  চিকিৎসাধীন অবস্থায়  নিলয় কুরী নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ চরজব্বার থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]