ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:০৩ পিএম  (ভিজিটর : ৩৮)
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  গভীর রাতে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ড ঘটায় বলে দাবি করেছে তাঁর পরিবার। আগুনে তাঁর বসতঘরের একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, যা ঢাকার একটি মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, এই ভুল তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, "আমি শুধুমাত্র একটি বাঘের মোটিফ বানিয়েছি, যা আমাদের সংস্কৃতির অংশ। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ বা চরিত্র নির্মাণের সঙ্গে আমি জড়িত নই। এই ঘটনার পর আমার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

স্থানীয় সূত্রে জানা যায়, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত। রাজনৈতিক কারণে বা ভুল তথ্যের ভিত্তিতে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]