ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ধর্মপাশা ও মধ্য নগরে ধান কাটা শুরু
ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ পিএম  (ভিজিটর : ৫৩)

পূর্ব ঘোষণা অনুসারে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যে ধর্মপাশা ও , মধ্যনগর  উপজেলায় এ কার্যক্রম চলছে জোরালোভাবে। এমনটিই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধান কাটার ধুম লেগেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আর শতভাগ ধান কাটা সম্ভব হলে দুই উপজেলা থেকে মিলবে ৫৫০ কোটি টাকার ধান। মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই উপজেলায় ১৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে হাওরগুলোতে শতভাগ ধান কাটা সম্পন্ন হবে বলে আশা করছেন কৃষক।

মঙ্গলবার বেলা ১১টায় টগার হাওরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে বোরো ধান কাটা শুরু হয়। এ সময় ধর্মপাশার ইউএনও জনি রায় এবং মধ্যনগরের উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা থানার ওসি এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার ধর্মপাশা ও মধ্যনগরের হাওরে ২৫ হাজার ১৮০ হেক্টর, হাওরহীন ৬ হাজার ৭৩০ হেক্টরসহ মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে; যা থেকে ১ লাখ ৯৬ হাজার ২৫০ টন ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য ৫৫০ কোটি টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আলম মাসুদ তুষার বলেন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় উৎপাদিত ধান দিয়ে পুরো দেশের মানুষকে তিন বেলা খাওয়ানো সম্ভব। এর মানে এই দুই উপজেলা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমি রেখে চলেছে। কৃষকরা তাদের ধান দ্রুত কাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা মাড়াইসহ বাজারজাতকরণ সহজে করতে পারছেন কৃষক। আগামী ১০-১৫ দিনের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে বলে আশা করছেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]