ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র নিখোঁজের তিনদিন পরেও উদ্ধার হয়নি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ২৩০)
কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৩ দিনেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অভিভাবকরা মাইকিং করে বিষয়টি অবহিত করার পরেও এখন খোঁজ মেলেনি বলে অভিযোগ করেন নিখোঁজ সাফায়েতের পিতা আলমগির হোসেন। 

জানাগেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়িনের রঘুনাথপুর মাজেদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৩ ছাত্র গত রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কিছুসময় শ্রেণিকক্ষে পাঠদানে অংশগ্রহণ করার পরে ঐ ৩ ছাত্র ওজু করার কথা বলে বাহিরে বের হয়ে যায়। আর তারা ফিরে না আসায় অনেক খোঁজা-খুঁজি করে জানতে পারেন সয়না খেয়া পার হয়ে হুলারহাট গেছে। 

নিখোঁজ ছাত্ররা হলো, উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) এবং বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। এরা ১ বছর পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করে। 

এব্যাপারে নিখোঁজ ছাত্র অভিভাবক আলমগীর হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারেন তার ছেলে মাদ্রাসা থেকে গত রবিবার নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি। তিনি আরো জানান, স্থানীয়ভাবে ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করেও না পেয়ে মাইক দিয়ে নিখোঁজ হওয়ার প্রচার করা হয়। 

মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফেজ মোঃ রবিউল ইসলাম জানান, গত রবিবার মাগরিবের নামাজের ৩ ছাত্র কিছু সময় ক্লাস করে ওজু করার জন্য বের হয়ে আর ফেরত আসেনি। পরবর্তীতে তারা ফেরত না আসলে অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়। থানায় সাধারণ ডাইরী করা হয়েছে । 

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন জানান, মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলাম তিনজন ছাত্র নিখোঁজ রয়েছে জানিয়ে  থানায়  সোমবার( ১৫ ই এপ্রিল) দুপুরে সাধারণ ডায়েরি করেছেন । আমরা উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করব 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]