ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ নির্ধারনই প্রধান ইস্যু
কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
সোহাগ রাসিফ:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:০৭ পিএম  (ভিজিটর : ১৩২)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামি কাল দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে। সরকার প্রধানের সাথে বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ‚ড়ান্ত দিনক্ষণ নির্ধারনের বিষয়টি প্রধান ইস্যু হিসেবে রাখছে দলটি।

স্বাস্থ্য পরীক্ষা শেষে দীর্ঘদিন পর সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দলটি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়, এর জন্য যা কিছু করা লাগবে, বিএনপি করবে। এই বিষয়টি বৈঠকে প্রধান উপদেষ্টাকে জানাবে বিএনপি, যাতে করে তিনি দ্রুততম সময়ে নির্বাচনী রোপম্যাপ ঘোষনা করে। এছাড়াও বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপট, সংস্কার, সংবিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বিষয়েও কথা বলবে বিএনপি।

এর আগে প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যামে  বলেছেন, সংস্কারের পরিধি অল্প হলে নির্বাচন এ বছরের ডিসেম্বরে, আর সংস্কারের পরিধি বেশি হলে নির্বাচন পরের বছরের জুনে হবে। এছাড়া স্বরাষ্ট উপদেষ্টা বলেছেন, এ সরকারকে সাধারন জনগন ৫ বছরের জন্য চায়। নির্বাচনের চুড়ান্ত দিনক্ষণ নিয়ে এমন ধোঁয়াশার জন্যে প্রধান উপদেষ্টার কথায়ও আশ্বাস পাচ্ছেনা বিএনপি।

গত ৭ এপ্রিল বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ তথা জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে শিগগিরই সাক্ষাত করার বিষয়ে সিদ্ধান্ত নেয় দল। এরপর ৯ এপ্রিল বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাত চাইলে, তার কার্যালয় থেকে ১৬  এপ্রিল সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। আমরা প্রধান উপদেষ্টার কাছে ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবো। তিনি ক্লিয়ারলি জাতির সামনে উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বছরের জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতোপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সমস্ত কর্মকান্ড পরিচালনা করছেন। যেহেতু বিভিন্ন পক্ষের বক্তব্যে নির্বাচনের বিষয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য আমরা তাকে (প্রধান উপদেষ্টা) আহ্বান জানাবো। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]