কুষ্টিয়ার দৌলতপুরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ নামের এক আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান কে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার দুপুর ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র জানায় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের একটি অভিযানিক দল। ওই সময় চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে তারা গ্রেপ্তার করে। পরবর্তীতে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চেয়ারম্যান জাহিদের দেওয়া তথ্য মতে তার বসতবাড়ির সিড়ির নিচে রাখা বস্তার ভিতর থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে এবং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।