ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বোয়ালমারীতে স্ত্রীর আত্মহত্যা স্বামী আটক
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:১৫ পিএম  (ভিজিটর : ২৫৪)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসি গ্রামে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।  সোমবার গত সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার স্বামী মো. কোরবান শেখকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটককৃত মো. কোরবানকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরন করেছে । কোরবান ও তার স্ত্রীর বাড়ি নীলফামারী বলে যায়। 

এলাকাবাসী জানিয়েছে, কোরবান ও তার স্ত্রী সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকত এবং সোতাসীতে  অবস্থিত বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করত।
সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে রিনা তার স্বামীর সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে, তার স্বামী তাকে না নিয়ে নিজে সন্ধ্যায় বেরিয়ে যান। স্বামী বাসায় ফিরে দেখে তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। আশপাশের লোকজনের সহায়তায় নামিয়ে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ ও  তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এস আই কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]