ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কৃষি ব্যাংকের ডিএমডি হলেন মেহেরপুরের সন্তান খালেদুজ্জামান জুয়েল
মেহেরপুর সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৪৩ পিএম  (ভিজিটর : ৭৯৬)
কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মেহেরপুরের কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল। তিনি গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। তার বিচক্ষণতাকে পুঁজি করে এগিয়ে চলেছে জীবন যুদ্ধ। দীর্ঘ ২৪ বছর ইচ্ছা গুলোকে ব্যাংকিং চরিত্রের সাথে বন্ধুত্ব করে দেশের বিভিন্ন প্রান্তে কর্মময় জীবন পাড়ি দেন। এর আগে মহাব্যবস্থাপক(জিএম) হিসাবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ যোগদান করেন। 

বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এবং বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক রিক্রুয়েটমেন্ট কমিটি (বিআরসি) কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ উর্ধ্বতন কর্মকর্তা পদে যোগদান করেন-এবং দিনাজপুর ও ফরিদপুর রিজিয়নের রিজিওয়ানাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, সদর দপ্তরের অডিট ও আদায় বিভাগের প্রধান ছিলেন। 

২০২১ সাল পর্যন্ত বিভিন্ন পদে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি পেশাগত দায়িত্ব পালন কালে দেশি-বিদেশি বিভিন্ন ডিগ্রি  অর্জন করেন। মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং সেক্টরে সুসাশন, আর্থিক সেক্টরে ব্যাংকিং বিনিয়োগ, ব্যাংকিং সেক্টরে জাল-জালিয়াতি রোধে ফরেনসিক একাউন্টিং, বাংলাদেশের উদিয়মান অর্থনীতে ব্যাংকিং বিনিয়োগের ভ‚মিকা ইত্যাদি বিষয়ে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে উল্লেখ যোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

মোহাঃ খালেদুজ্জামান যথাক্রমে ১৯৮৭ ও ১৯৮৯ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয় ও কুষ্টিয়া সরকারী কলেজ হতে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে ১৯৯২ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পববর্তীতে তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

ব্যাক্তিগত জীবনে ১৯৭১ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ, কর্মঠ ও আন্তরিক ব্যক্তিত্ব। তিনি মেহেরপুর জেলার গর্বিত ও কৃতী সন্তান। তিনি পারিবারিক জীবনে তার স্ত্রী ও দুই সন্তানের জনক।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]