বগুড়ার কাহালু উপজেলার দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পিতা-পুত্রকে গণহত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০) কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২) ছিলেন উপজেলা চেয়ারম্যান।
শনিবার সকালে রাজধানী ঢাকার আদারব থানা এলাকা থেকে পিতা-পুত্রকে গ্রেপ্তার করে ডিবি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। হেলাল কবিরাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গণহত্যা ও বিস্ফোরকসহ ১০টি মামলা রয়েছে। তার ছেলে সুরুজ কবিরাজও ১০ মামলার আসামি।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, পলাতক দুই আওয়ামী লীগ নেতাকে সদর থানার দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।