ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দ্রুত নির্বাচন আদায়ে হেফাজতকে পাশে চায় বিএনপি
সোহাগ রাসিফ:
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:২২ পিএম  (ভিজিটর : ১০৩)

দুততম সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে জোর দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায় এবং ভোটের মাঠে হফাজতে ইসলাম বাংলাদেশকে পাশে চেয়েছে দলটি। বিএনপির এ দাবির সঙ্গে ঐকমত্য জানিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক দেশের এই বৃহৎ সংগঠনটি।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে এসব তথ্য উঠে আসে।
বিএনপি নেতারা বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি রাজনৈতিক সংগঠন না হলেও দেশজুরে তাদের অসংখ্য শুভাকাঙ্খী ও কর্মীসমর্থক আছে। যার জন্য ভোটের মাঠে দলটির গ্রহনযোগ্যতা ও প্রভাব রয়েছে। 

ভোটের পরীক্ষায় সহজভাবে পাশ করতে এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায়ে ভূমিকা রাখার জন্য দলটির সমর্থন চাইলে  ইতিবাচক সারা দেয় হেফাজতে ইসলাম। এসময় তারা বৈঠকে একাধিক দাবিদাওয়া ও প্রশ্ন উত্থাপন করে। 

বিএনপিও তাদের অধিকাংশ দাবিদাওয়ায় সায় দেয়। তবে দ্রুততম সময়ে নির্বাচন আদায়ে বিএনপির সাথে একযোগে কর্মসূচী পালন করবে কি না সে বিষয়ে কিছু জানায়নি হেফাজতে ইসলাম।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবেন, যেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা যায়। কারণ, আমরা কখনো শুনি ডিসেম্বর থেকে জুন, আবার কখনো শুনি জুন থেকে ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন। এটি নিয়ে শিফটিং হচ্ছে। কিছু গোষ্ঠী নির্বাচন বিলম্বের পাঁয়তারা করছে। আমাদের দাবির সাথে ইতিবাচক সাড়া দিয়েছে হেফাজতে ইসলাম।

তিনি বলেন, ২০১৩ ও ২০২১ সালে হেফাজত নেতাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। এ হত্যার বিচার চেয়ে মামলা করে হেফাজত। আমরাও তাদের এই চাওয়ার সঙ্গে একমত। অসংখ্য মিথ্যা মামলা ও হেফাজত কর্মীদের জেলে নেওয়া হয়েছে। তারা সেগুলোর প্রত্যাহার চেয়েছে, আমরা একমত পোষণ করেছি। আমরা আহ্বান জানাবো, দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে হেফাজতে ইসলামের এক শীর্ষনেতা বলেন, বৈঠকে বিএনপি অনেক কথা বলেছে, বড় দল হিসেবে আমরাও তাদের বেশকিছু প্রস্তাব উত্থাপন করেছি। যার অধিকাংশগুলোতে তারা সায় দিয়েছেন। আওয়ামী লীগ কতৃক অসংখ্য মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের জেলে নেওয়ার ঘটনায় তাদের বিচার ও নিষিদ্ধের দাবি করে আসছি। 

বিএনপির সামনে এ দাবি উত্থাপন করলে তারা আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যমত জানায়। আর নিষিদ্ধের বিষয়ে দ্বিমত জানিয়ে তারা বলেছে জনগন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে গনতান্ত্রিক দল হিসেবে তাদের আপত্তি থাকবে না।

তিনি বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ তৈরির জন্য বিএনপি মহাসচিব হেফাজতের সমর্থন চেয়েছেন। দ্রুত নির্বাচন আয়োজনে আমাদের ভ‚মিকা জারি রাখার কথা বলেছেন।

হেফাজতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব  মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডক্টর আহমাদ আব্দুল কাদের, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা জালাল উদ্দিন আহমাদ ও অর্থ সম্পাদক মাওলানা মুনির হুসাইন কাসেমী।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]